টিউন করেছেন : মুহাম্মদ জিয়া
AYAT এর অসাধারণ কিছু ফিচার
আসসালামুআলাইকুম।
প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আমার মত আপনারাও আল্লাহর দয়ায় ভালো আছেন। আজকে Aayat নামের একটি দারুন কুরআন Study Software নিয়ে হাজির হয়েছি। আশা করি সকলেই এর দ্বারা উপকৃত হবেন।
কুরআন এমন একটি কিতাব যা আমরা যতই পড়ি অথবা কোন ক্বারীর মুখের তেলওয়াত শুনি, আমাদের কাছে কুরআন সবসময় নতুনই মনে হয়।
AYAT আয়াত - কুরআন শিক্ষার আরেকটি অসাধারণ সফটওয়্যার:
নেক ব্যক্তি বা প্রতিষ্ঠান কুরআনের মহব্বতে আল্লাহ রাব্বুল আলামীনের ভালোবাসায় বিভিন্নভাবে দ্বীনের খেদমত করে যাচ্ছেন। Ayat Standard তেমনি একটি খেদমত যার মাধ্যমে কুরআন অধ্যয়ন করা খুবই সহজ এবং আনন্দদায়ক।
- কুরআন সুন্দরভাবে অধ্যয়ন করার জন্যে Ayat Standard একটি দারুন Software.
- যার মধ্যমে কুরআন বাস্তব বইয়ের মত পৃষ্ঠা উল্টিয়ে পড়া যায়,
- পাশাপাশি নিজ নিজ ভাষায় প্রতিটি আয়াতের অথ্য জানা যায়(যেমন-আমরা বাংলাদেশীরা বাংলা অনুবাদ Select করে নিবো),
- প্রতিটি আয়াতের উচ্চারন ভালোভাবে বুঝার জন্যে রয়েছে ভালো কোয়ালিটি সম্পন্ন অডিও তেলওয়াত।
- এই সফটওয়্যার টির আরেকটি বৈশিষ্ট্য হলো সব Operating System-এর জন্যে উপযোগী করে এটি তৈরী করা হয়েছে। যেমনঃ Windows, Linux, Mac
- স্মার্টফোনের জন্য Android ও iOS/iPhone/iPad ভার্সন ও আছে।
- যে কোন মোবাইল থেকে পড়ার জন্য আছে মোবাইল ভার্সন।
- ফেসবুক ও টুইটারের জন্য আছে সৌশল নেটওয়ার্ক App যা আপনার একাউন্টে প্রতিদিন বিভিন্ন আয়াত টিউন করবে।
AYAT এর অসাধারণ কিছু ফিচার
মনোমুগ্ধকর Interface
বাংলা ভাষায় অনুবাদ Select করা হয়েছে:
বাংলা অনুবাদ প্রদর্শন করা হয়েছে:
Audio Player:
নিজের সাইটে Embed
এছাড়াও Ayat Software টি যে কেউ তার ওয়েবসাইটে Live পড়ার জন্যে রাখতে পারেন। প্রথমে Embed করে নিতে হবে।
এখন HTML Code গুলো copy করে ওয়েবসাইটের যেখানে রাখবেন, সেখানে HTML পেজে paste করুন।
এই Software টি তৈরীর পেছনে যারা অবদান রেখেছেন:
- King Fahd Complex for the Printing of the Holy Qur'an (source of Quran images files)
- Tanzil.net (source of Quran text and translations)
- mosshaf.com (source of Tafasir (explanations)) and
- Verse by Verse Quran (source of recitations audio files).
আমরা সকলে এদের জন্যে দু'আ করবো, আল্লাহ তাআলা তাদের কাজে আরো বরকত দেন এবং দ্বীনের খেদমতে আরো ব্যাপক কাজ করে যেতে পারেন। (আমীন)
AYAT কুরআন STUDY সফটওয়্যার
ডেস্কটপ ভার্সন:
Windows/Mac/Linux এর জন্য
লাইভ ভার্সন:
ডাউনলোড করার আগে লাইভ Preview দেখে নিতে পারেন। তবে ডেস্কটপ ভার্সনে আর অনেক সুবিধা পাবেন।
স্মার্টফোন ভার্সন:
মোবাইল ফোন ভার্সন:
সৌশল নেটওয়ার্ক App
Source: http://www.techtunes.com.bd
No comments:
Post a Comment